জামালপুরে ১০ কেজি গা♎ঁজা ও নগদ ১ লাখ ৩০ হাজার টাকাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ডিবিꦕ পুলিশ।
সোমবার বিকালে শহরের ডাকপাড়া থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন—মুসলিমাবাদ এলাকার আব্দুল হালিম (৪০), পারভেজ (২৬ဣ) ও শাহাবুদ্দিন (৩০)।
জানা যায়, গোপন 🧜সংবাদের ভিত্তিতে শহরের ডাকপাড়া এলাকার মাদক কারবারি আব্দুল হালিমের বাড়িতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও নগদ ১ লাখ ৩০ꦍ হাজার টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক মাদক কারবারি আব্দুল হালিম পৌর শহরের ♐মুসলিমাবাদ এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে, মো.আমির হোসেনের ছেলে পারভেজ 𓃲ও মৃত শফিকুল মিয়ার ছেলে শাহাবুদ্দিন।
আটকক𒀰ৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নাসির উদ্দীন আহমেদ।